ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম(ইউরোপের গরিব দেশের তালিকা) ২০২৪
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে জানার জন্য আপনার অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন, এজন্য আমরা আর্টিকেলটিতে ইউরোপ মহাদেশে দেশগুলোর নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া ইউরোপের মোট কয়টি দেশ রয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে।
সূচিপত্র ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম জানতে হলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অংশ পড়তে থাকুন। আমরা বিস্তারিত সহকারে ইউরোপের মহাদেশ গুলোর নাম ও রাজধানী সম্পর্কে জানিয়ে দেবো।
উপস্থাপনা
আপনার অনেকে আছেন যারা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন এবং জানতে চান যে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম কি। কারণ এই প্রশ্নটি অর্থাৎ এ সম্পর্কে প্রায় বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়। বিশেষ করে বিসিএস পরীক্ষায় দেশগুলোর নাম জানতে চাওয়া হয়। তাদের ক্ষেত্রে এই নামগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যারা ভ্রমণ পিপাসু তারাও ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম জানতে চান এবং ভাবতে থাকে কোন দেশে যাবে।
অনেকেই আপনারা আবার কাজ করার জন্য ইউরোপের ধনী দেশের নাম সম্পর্কে জানতে চান। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আজকের এই পোস্টটিতে আমরা গুরুত্ব সহকারে ইউরোপ মহাদেশে কোন কোন দেশ রয়েছে এবং ইউরোপের ধনী দেশের নামের তালিকা গুলো তুলে ধরার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
ইউরোপের ধনী দেশের নামের তালিকা
ইউরোপের ধনী দেশের নামের তালিকা নিম্ন তুলে ধরা হলোঃ
- লাক্সেমবার্গ
- ডেনমার্ক
- জার্মানি
- সুইডেন
- সুইজারল্যান্ড
- আইসল্যান্ড
- আয়ারল্যান্ড
- নরওয়ে
- নেদারল্যান্ড
- অস্ট্রিয়া
ইউরোপের গরিব দেশের তালিকা
- আলবেনিয়া
- কসোভো
- বেলারুশ
- মলদোভা
- ইউক্রেন
- সার্বিয়া
- মন্টিনিগ্রো
- মেসিডোনিয়া
- বুলগেরিয়া
- বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম
প্রিয় বন্ধুরা আপনারা হয়তো এই অংশটির জন্যই এতক্ষণে অপেক্ষা করছেন। কারণ আপনারা মূলত ইউরোপ মহাদেশে দেশগুলোর নাম সম্পর্কে জানতে এসেছেন। আপনারা কি জানেন ইউরোপ মহাদেশের সর্বমোট ৫০ টি দেশ রয়েছে। যেগুলোর নাম জানার জন্য আপনি এখানে এসেছেন। এর নামগুলো আমরা পরের অংশ বিস্তারিত তুলে ধরবো। নাম গুলো জানতে আপনি নিচের অংশটি ভালো করে পড়ে নিবেন যেখানে আপনারা ইউরোপের সকল ৫০টি দেশের নাম জানতে পারবেন।
ইউরোপের দেশ কয়টি ও কি কি
আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন ইউরোপের দেশ কয়টি ও কি কি। এ প্রশ্নটি অনেক ক্ষেত্রেই কাজে লেগে থাকে। বিশেষ করে চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগে সাধারণ জ্ঞান হিসেবে। তাছাড়াও বাংলাদেশের অন্যতম বিসিএস পরীক্ষায় এই ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়ে থাকে। তাই যারা বিসিএস প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা রাখা প্রয়োজন তাদের সাথে সাথে যাদের জানার আগ্রহ রয়েছে তারাও জানতে পারেন।
ইউরোপের মোট ৫০ টি দেশ রয়েছে। যার মধ্যে সাধারণত এখনো ছয়টি দেশকে পুরোপুরি স্বীকৃতি দেওয়া হয়নি। এছাড়াও ইউরোপের মধ্যে সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। যেটি পুরা ইউরোপের ৪০ ভাগ আয়তন নিয়ে রাখছে। তাহলে বুঝতে পারলেন ইউরোপ মহাদেশের মোট ৫০ টি দেশ রয়েছে। যার নাম গুলো আমরা এখন জানতে পারবো। চলুন আর কথা না বাড়িয়ে এবার জেনে নেই ইউরোপের দেশগুলোর নামঃ
- ইস্তোনিয়া
- এনডোরা
- কাজাখস্তান
- ক্রোয়েশিয়া
- তুরস্ক
- নরওয়ে
- নেদারল্যান্ডস
- পোল্যান্ড
- আর্মোনিয়া
- আলবেনিয়া
- আস্ট্রিয়া
- আইসল্যান্ড
- আয়ারল্যান্ড
- পর্তুগাল
- আজারবাইজান
- অ্যান্ডোরা
- ইতালি
- ইউক্রেন
- ইংল্যান্ড
- চেক প্রজাতন্ত্র
- জার্মানি
- গ্রিস
- ডেনমার্ক
- ফ্রান্স
- বুলগেরিয়া
- সুইডেন
- সাইপ্রাস
- হাঙ্গেরি
- হার্জেগোভিনা
- বেলারুশ
- বেলজিয়াম
- বসনিয়া
- ভ্যাটিক্যান সিটি
- মোনাকো
- মলদোভা
- মাল্টা
- মন্টিনিগ্রো
- চেক রিপাবলিক
- জর্জিয়া
- রোমানিয়া
- রাশিয়া
- লাতভিয়া
- লিথুনিয়া
- লিশটেনস্টাইন
- লুক্সেমবুর্গ
- সুইজারল্যান্ড
- সার্ভিয়া
- স্লোভেকিয়া
- স্লোভেনিয়া
- স্পেন
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী
আপনার অনেকেই ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম জানার সাথে সাথে উক্ত দেশগুলোর রাজধানীর নামও জানতে চান। অনেক সময় আবার বিভিন্ন পরীক্ষাতে এই দেশগুলোর নামের সাথে সাথে রাজধানীর নামও চেয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও ইউরোপ মহাদেশের দেশগুলোর রাজধানীর নাম জানতে হবে। আমার আগে জেনেছি মহাদেশের মোট ৫০টি দেশ রয়েছে। ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী নাম তুলে ধরা হলো।
- ইউরোপের দেশ ফিনল্যান্ড এর রাজধানীর নাম হেলসিঙ্কি।
- ইস্তোনিয়া এর রাজধানীর নাম তাল্লিন।
- ডেনমার্ক এর রাজধানীর নাম কোপেনহেগেন।
- ক্রোয়েশিয়া এর রাজধানীর নাম জাগরেব।
- বুলগেরিয়া এর রাজধানীর নাম সফিয়া।
- হার্জেগোভিনা এর রাজধানীর নাম সারায়েভো।
- লিশটেনস্টাইন এর রাজধানীর নাম ফাডুৎস।
- কাজাখস্তান এর রাজধানীর নাম আস্তানা।
- লাতভিয়া এর রাজধানীর নাম রিগা।
- সান মারিনো এর রাজধানীর নাম সান মারিনো।
- সুইডেন এর রাজধানীর নাম স্টকহোম।
- গ্রিস এর রাজধানীর নাম অ্যাথেন্স।
- জর্জিয়া এর রাজধানীর নাম তিবিলিসি।
- আইসল্যান্ড এর রাজধানীর নাম রেইকিয়াভিক।
- সার্বিয়া এর রাজধানীর নাম বেলগ্রেড।
- তুরস্ক এর রাজধানীর নাম আঙ্কারা।
- সুইজারল্যান্ড এর রাজধানীর নাম বের্ন।
- স্পেন এর রাজধানীর নাম মাদ্রিদ।
- স্লোভাকিয়া এর রাজধানীর নাম ব্রাতিস্লাভা।
- রাশিয়া এর রাজধানীর নাম মস্কো।
- স্লোভেনিয়া এর রাজধানীর নাম লিউব্লিয়ানা।
- পর্তুগাল এর রাজধানীর নাম লিসবন।
- ম্যাসেডোনিয়া এর রাজধানীর নাম স্কপইয়ে।
- মাল্টা এর রাজধানীর নাম ভাল্লেত্তা।
- মলদোভা এর রাজধানীর নাম কিশিনেভ।
- রোমানিয়া এর রাজধানীর নাম বুখারেস্ট।
- বেলজিয়াম এর রাজধানীর নাম ব্রাসেল্স।
- আর্মেনিয়া এর রাজধানীর নাম ইয়েরেভান।
- বেলারুশ এর রাজধানীর নাম মিন্স্ক।
- বসনিয়া এর রাজধানীর নাম সারায়েভো।
- চেক প্রজাতন্ত্র এর রাজধানীর নাম প্রাগ।
- অ্যান্ডোরা এর রাজধানীর নাম আন্দরা লা ভেলিয়া।
- ইউক্রেন এর রাজধানীর নাম কিয়েভ।
- ইংল্যান্ড এর রাজধানীর নাম লন্ডন।
- ভ্যাটিকান সিটি এর রাজধানীর নাম ভ্যাটিকান সিটি।
- ইতালি এর রাজধানীর নাম রোম।
- ফ্রান্স এর রাজধানীর নাম প্যারিস।
- জার্মানি এর রাজধানীর নাম বার্লিন।
- হাঙ্গেরি এর রাজধানীর নাম বুদাপেস্ট।
- আয়ারল্যান্ড এর রাজধানীর নাম ডাবলিন।
- লিথুয়ানিয়া এর রাজধানীর নাম ভিলনিউস।
- মন্টিনিগ্রো এর রাজধানীর নাম পোডগোরিকা।
- মোনাকো এর রাজধানীর নাম মোনাকো।
- লুক্সেমবুর্গ এর রাজধানীর নাম লুক্সেমবুর্গ।
- পোল্যান্ড এর রাজধানীর নাম ওয়ার্সা।
- নরওয়ে এর রাজধানীর নাম অসলো।
- নেদারল্যান্ডস এর রাজধানীর নাম আমস্টারডাম।
- আলবেনিয়া এর রাজধানীর নাম তিরানা।
- অস্ট্রিয়া এর রাজধানীর নাম ভিয়েনা।
- আজারবাইজান এর রাজধানীর নাম বাকু।
উপসংহার |ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও ইউরোপের গরীব দেশের তালিকা সম্পর্কে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতক্ষণে আর্টিকেলটি পড়ে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন, ইউরোপে সকল দেশের নাম ও রাজধানী সহ আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং নিয়মিত আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
অর্ডিনারি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url